স্টাফ রিপোর্টার: দেশের উভয় পুঁজিবাজারে গেলো সপ্তাহে সূচক এবং অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। -যেকারণে, বিনিয়োগকারীদের বাজার মূলধন বেড়েছে ১২১ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৯২৯ টাকা।
বাজার বিশ্লেষণ অনুযায়ী, গত সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৬২৫ কোটি টাকা। আর শেষ দিন বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৩ হাজার ৭৪৭ কোটি টাকা। আগের সপ্তাহের তুলনায় যা ১২১ কোটি টাকা বেশি।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই অবস্থা পরিলক্ষিত হয়েছে।
গেলো সপ্তাহে (২৭ নভেম্বর-১ ডিসেম্বর) মোট পাঁচ কর্মদিবস লেনদেন হয়েছে পুঁজিবাজারে। এর মধ্যে সপ্তাহের প্রথম কর্মদিবস সূচকের উত্থান থাকলেও সোমবার সূচকে পতন হয়। তবে, মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত সূচক বাড়ে টানা তিন দিন।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৬টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। শেয়ারদর কমেছে ৪০টির। আর অপরিবর্তিত ছিল ২৭১টির।
লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর বাড়ায় ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের তুলনায় বিদায়ী সপ্তাহে ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে দুই হাজার ২১৬ পয়েন্টে দাঁড়ায়।
সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয় ২ হাজার ২৪ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ৫০৬ টাকা। আগের সপ্তাহে যা ছিল ২ হাজার ৬৭ কোটি ৯৫ লাখ ৮২ হাজার ৪৮২ টাকা। অর্থাৎ ৪৩ কোটি ৩১ লাখ ৩০ হাজার ৯৭৬ টাকা কম লেনদেন হয়েছে।
ডিএসইতে সপ্তাহেজুড়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস, বসুন্ধরা পেপার মিলস, আমরা নেটওয়ার্কস, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, নাভানা ফার্মা, রয়েল টিউলিপ সি পার্ল, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইস্টার্ন হাউজিং এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে সার্বিক সূচক ৮০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময় লেনদেন হয়েছে ৪৮ কোটি ৮৭ লাখ ১৪ হাজার ৯৪৩ টাকা। তার আগের সপ্তাহে ৫৩ কোটি ৯৫ লাখ ৫৩ হাজার ১৪২ টাকা লেনদেন হয়েছিল সিএসইতে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।