স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট লিমিটেড তিন বছর বা তার অধিক সময়ে প্রায় ৮ কোটি টাকার অবণ্টিত লভ্যাংশ জমা দেয়নি।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক গঠিত পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিলে (সিএমএসএফ) এ লভ্যাংশ জমা দেয়ার কথা ছিল কোম্পানিটির ।
সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির নিরীক্ষক হোসাইন ফরহাদ অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এমন মতামত দিয়েছেন বলে একটি সূত্রে জানা গেছে।
প্রাপ্ত তথ্যানুসারে, তিন বছর বা তার অধিক সময়ে কনফিডেন্স সিমেন্টের ঘোষিত অবণ্টিত লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৯১ লাখ ৩৫ হাজার ৩০৫ টাকা। এ লভ্যাংশ সিএমএসএফে জমা দেয়ার কথা থাকলেও তা জমা দেয়নি কোম্পানিটি।
কনফিডেন্স সিমেন্টের সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির কাছে অবণ্টিত লভ্যাংশ রয়েছে ৯ কোটি ৪৬ লাখ ৭০ হাজার ৩৪৬ টাকা।