Homeকোম্পানি সংবাদমেশিনারীজ ক্রয়ে ঋণ নেবে এনভয়

মেশিনারীজ ক্রয়ে ঋণ নেবে এনভয়

স্টাফ রিপোর্টার: বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড প্রতিস্থাপিত ২য় স্পিনিং ইউনিটের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে ঋণ গ্রহণ করবে। ঋণের টাকায় প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ স্পিনিং মেশিনারীজ ক্রয় করবে কোম্পানিটি।

ইতোমধ্যে ঋণ প্রস্তাবটি এডিবি গ্রহণ করেছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

সূত্র অনুযায়ী, এনভয়কে দীর্ঘমেয়াদী ঋণ দিতে সম্মতি জানিয়েছে এডিবি। এ আলোকে এডিবি থেকে ১০.৮০ মিলিয়ন ইউরো ঋণ গ্রহণ করবে কোম্পানিটি।

এনভয় টেক্সটাইলস ১ বছর গ্রেস পিরিয়ডসহ ৭ বছরের জন্য ঋণ নেবে। ঋণ নেয়ার দেড় বছর পর থেকে সমান অর্ধ-বার্ষিক কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধ করতে পারবে কোম্পানিটি।

এ বিষয়ে এনভয় জানায়, নতুন ইউনিট আরো বেশি সয়ংক্রিয় এবং শক্তিশালী। আর, এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩ হাজার ৬০০ মেট্রিক টন। -যা ডেনিম ফেব্রিক্স উৎপাদনে ব্যবহার হয় বলে জানায় কোম্পানিটি।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত