Homeকোম্পানি সংবাদউদ্যোক্তা শেয়ার বিক্রি করবে শাখাওয়াৎ আনোয়ারা আই হসপিটাল

উদ্যোক্তা শেয়ার বিক্রি করবে শাখাওয়াৎ আনোয়ারা আই হসপিটাল

স্টাফ রিপোর্টার: ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক হাজি শাখাওয়াৎ আনোয়ারা আই হসপিটাল লিমিটেড- এর কাছে থাকা সমুদয় শেয়ার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এ উদ্যোক্তা প্রতিষ্ঠানটির কাছে ৩ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৫৬৩টি শেয়ার রয়েছে।

ঢাকা স্টক এক্সেসচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ঘোষণাকৃত শেয়ার  ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি করা হবে।

শেয়ারমার্কেটে ২০২১ সালে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। আর, পরিশোধিত মূলধন ৮১৬ কোটি ৩ লাখ ১০ হাজার টাকা। ব্যাংকটির রিজার্ভে রয়েছে ১১৪ কোটি ৬৪ লাখ টাকা।

মার্কেন্টাইলের মোট শেয়ারসংখ্যা ৮১ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৩৩৮টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৭৫ দশমিক ১৪ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৯ দশমিক ৭৩ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ১৫ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত