স্টাফ রিপোর্টার: তথ্য-প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৭ ডিসেম্বর রাজধানীর ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২০২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
এডিএন টেলিকম লিমিটেডের চেয়ারম্যান আসিফ মাহমুদের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন পরিচালনা পর্ষদের অন্যান্য সভ্য ও শেয়ারহোল্ডারগণ। এর মধ্যে রয়েছে- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হেনরী হিলটন। পরিচালকদের মধ্যে মঈনুল ইসলাম, মাহফুজ আলী সোহেল, নিয়াজ আহমেদ, স্বতন্ত্র পরিচালক গোলাম রসুল ও খন্দকার আতিক-ই-রব্বানী উপস্থিত ছিলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন- বোর্ডের সম্মানিত উপদেষ্টা জহির আহমেদসহ কোম্পানির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলীম।
কোম্পানি সচিব মনির হোসেনের পরিচালনায় সভায় বিগত অর্থ বছরে কোম্পানির আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য পূর্ব নির্ধারিত এজেন্ডাসমূহের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে, সভায় শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের সম্মতিক্রমে ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের এজেন্ডাসহ বিশেষ এজেন্ডা হিসেবে প্রাথমিক গণ-প্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থের পরিবর্তিত ব্যবহার এবং সময় বাড়ানোর বিষয় অনুমোদিত হয়।
শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশসহ সভায় বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।