Homeবিশেষ সংবাদ৩৪ হাজার কোটি টাকা ঋণ অনিয়মের অনুসন্ধানে দুদক

৩৪ হাজার কোটি টাকা ঋণ অনিয়মের অনুসন্ধানে দুদক

স্টাফ রিপোর্টার: ব্যাংকিং খাতের ৩ প্রতিষ্ঠানের ৩৪ হাজার কোটি টাকার ঋণ অনিয়মের বিরেুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মিলে ঋণ দেয়ার ক্ষেত্রে এ ৩৪ হাজার কোটি টাকার অনিয়ম করেছে।

দুদকের প্রধান কার্যালয়ে বুধবার (৭ ডিসেম্বর/২০২২) এ তথ্য জানান- সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, ইসলামী শরিয়াভিত্তিক তিনটি ব্যাংকের ঋণের অনিয়মের বিষয়ে কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।  এ বিষয়ে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেয়ার পর কার্যক্রম শুরু করা হবে।

অনুসন্ধান বিষয়ে দুদকের উপপরিচালকের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নির্ভরযোগ্য এক সূত্রে জানা যায়।

ঋণ কেলেঙ্কারি বিষয়ে তিন ব্যাংকের বিরুদ্ধে তিনটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হলে দুদক ও বিএফআইইউর কাছে তদন্ত চেয়ে ৫ আইনজীবী গত ১ ডিসেম্বর চিঠি দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওইদিনই সংস্থাটির সচিব জানিয়েছিলেন, বিভিন্ন মাধ্যম থেকে সংবাদটি পাওয়ার পর অনুসন্ধান শুরু করার লক্ষ্যে তথ্য, উপাত্ত সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। তথ্য-উপাত্ত সংগ্রহের পর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী অনুসন্ধান কার্যক্রম শুরু হবে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সচিব জানান।

অতি সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বিভিন্ন উপায়ে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে বড় অংকের ঋণ বের করে নেয় কিছু চক্র। পাশাপাশি, এসব প্রতিষ্ঠান থেকে পর্যায়ক্রমে হাজার কোটি টাকা ঋণ ছাড়ের পাঁয়তারা চলছিল। পরবর্তীতে, বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে তা স্থগিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত