স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (৮ ডিসেম্বর/২০২২) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন শেয়ারটির দর ৩৬৪ টাকা ২০ পয়সা বা ৪৫.৬৩ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কোম্পানিটর শেয়ার সর্বশেষ ৪৩৪ টাকা বা ৩৬৪.২ শতাংশ দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৯৬ বার হাত বদলের মাধ্যমে ৯১ হাজার ৮৬৯ টি শেয়ার লেনদেন করেছে।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এদিন শেয়ারটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৩.১৪ শতাংশ কমে সর্বশেষ ৫৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ই-জেনারেশন। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা বা ৪.৫৮ শতাংশ কমে ৬২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, নাভানা ফার্মা, আইটিসি, জেমিনি সী ফুড, অগ্নি সিস্টেমস, ডিজিআইসি ও ওরিয়ন ফার্মা লিমিটেড।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ৮, ২০২২ , ৬:১৯ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।