Homeএজিএম/ইজিএম৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন মতিন স্পিনিংয়ের

৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন মতিন স্পিনিংয়ের

স্টাফ রিপোর্টার: বস্ত্র খাতে দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান মতিন স্পিনিং মিলস পিএলসির ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (৮ ডিসেম্বর/২০২২) রাজধানীর ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২০২২ হিসাব বছরের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

মতিন স্পিনিং মিলস পিএলসির চেয়ারম্যান আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন পরিচালনা পর্ষদের অন্যান্য সভ্য ও শেয়ারহোল্ডারগণ। এর মধ্যে রয়েছে- প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান এম এ রহিম, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার। পরিচালকদের মধ্যে এম এ কাদের, তানজিন খুরশিদ, তাসলিমা বেগম, স্বতন্ত্র পরিচালক হিসেবে- আবদুস সালাম, ব্যারিস্টার শামছুল হাসান, নিরীক্ষক- এ কে এম ফজলুল হক উপস্থিত ছিলেন।

সভায় আরো উপস্থিত ছিলেন- কোম্পানির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মোহাম্মাদ ইমারত হোসেনসহ পার্টনার হিসেবে হোসাইন ফরহাদ এন্ড কোং চার্টাড একাউন্টস, হারুনর রশিদ এন্ড এসোসিয়েট এবং স্কুটাইনিজর।

কোম্পানি সচিব শাহ আলম মিয়ার পরিচালনায় সভায় বিগত অর্থ বছরে কোম্পানির আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য পূর্ব নির্ধারিত এজেন্ডাসমূহের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে, সভায় শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের সম্মতিক্রমে ৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের এজেন্ডা অনুমোদিত হয়।

শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশসহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন বার্ষিক সাধারণ সভায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত