সকল মেনু

রোববার ক্রেতাশূন্য ১৭৭ কোম্পানি

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত কোম্পানিগুলোর মধ্যে রোববার (১২ ডিসেম্বর/২০২২) ১৭৭টির শেষ পর্যন্ত কোনো ক্রেতা ছিলনা। লেনদেনের শুরুতে এসব কোম্পানির ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যায়।

ডিএসইর লেনদেন চিত্র পর্যবেক্ষণ অনুযায়ী, রোববার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে ব্যাংকিং খাতের কোম্পানিগুলো। এ খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ক্রেতা হারিয়েছে ২৮টি। এরপর, বস্ত্র খাতের ৫৮টি  কোম্পানির মধ্যে ২৫টি ক্রেতা হারিয়েছে। আর, বীমা খাতের ৫৫টির মধ্যে ক্রেতা হারিয়েছে ২৪টি কোম্পানি।

অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে প্রকৌশল খাতের ২২টি, ওষুধ ও রসায়ন খাতের ১৫টি, জ্বালানি খাতের ১১টি, মিউচ্যুয়াল ফান্ড ১০টি, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৯টি,  বিবিধ খাতের ৮টি, আর্থিক খাতের ৭টি, সিমেন্ট খাতের ৪টি, টেলিকমিউনিকেশন ও আইটি কাতের ৩টি, ট্যানারি খাতের ২টি, সিমেন্ট, আইটি ও বিবিধ খাতের ২টি, সেবা ও ভ্রমণ খাতের ১টি কোম্পানি কোম্পানি ক্রেতাশূন্য রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top