স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১২ ডিসেম্বর/২০২২) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বিডি মনোস্পুল পেপার লিমিটেড। এদিন শেয়ারটির দর ২৫ টাকা ১০ পয়সা বা ৮.৭৫ শতাংশ বেড়েছে। আর, সর্বশেষ ৩১২ টাকা দরে লেনদেন হয় শেয়ারটি।
ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি ১ হাজার ৫৮৫ বার হাত বদলের মাধ্যমে ১ লাখ ৯৯ হাজার ৫১৬টি শেয়ার লেনদেন করে। -যার বাজার মূল্য ৬ কোটি ৮ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে- কোহিনুর কেমিক্যালস লিমিটেড। রোববার শেয়ারটির দর বেড়েছে ৩৩ টাকা ৯০ পয়সা বা ৮.৭৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪২১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
তৃতীয় স্থানে রয়েছে- সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৪১ টাকা ২০ পয়সা বা ৮.৭৩ শতাংশ বেড়েছে।
দর বাড়ার শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- পেপার প্রসেসিং, আনোয়ার গ্যালভানাইজিং, বসুন্ধরা পেপার মিলস, ওরিয়ন ইনফিউশন, বিডিকম অনলাইন, ইস্টার্ন হাউজিং ও জেমিনী সী ফুড লিমিটেড।