Homeখাতওয়ারী সংবাদ১৮ লাখ টাকায় ইলেকট্রিক্যাল ওভেন স্থাপন ফার্মা এইডসের

১৮ লাখ টাকায় ইলেকট্রিক্যাল ওভেন স্থাপন ফার্মা এইডসের

স্টাফ রিপোর্টার: ওষুধ-রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইডসলিমিটেড ১ অ্যানেলিং ইলেকট্রিকাল ওভেন স্থাপনের কাজ সম্পন্ন করেছে। সেবার মান বাড়াতে এ ওভেন স্থাপন করে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর ওভেন স্থাপনের কাজ সম্পন্ন করেছে ফার্মা এইডস।

এর আগে, চলতি ডিসেম্বরের ৭ তারিখে ইলেক্ট্রিক ওভেন কেনার তথ্য জানিয়েছিল কোম্পানিটি।

নতুন এ ওভেন ক্রয় এবং স্থাপন কাজের জন্য ১৮ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেছে ফার্মা এইডস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত