স্টাফ রিপোর্টার: ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি লিবরা ইনফিউশনের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। চলতি ডিসেম্বর মাসের ১৮ তারিখ, রোববার বিকেল ৩ টা, বিকেল ৩.৩০ টা এবং বিকেল ৪ টায় কোম্পানিটির ১ম, ২য় ও ৩য় প্রান্তিকের বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর/২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজারে ১৯৯৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটি বোর্ড মিটিংয়ে ৩০ সেপ্টেম্বর ২০২০ সমাপ্ত প্রথম প্রান্তিক, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত ২য় প্রান্তিক এবং ৩১ মার্চ ২০২১ সমাপ্ত ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।