সকল মেনু

বুধবার দর বাড়ার শীর্ষে নর্দার্ণ জুট

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৪ ডিসেম্বর/২০২২) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে নর্দার্ণ জুট ম্যানফ্যাকচারিং লিমিটেড। এদিন শেয়ারটির দর ২০ টাকা ৫০ পয়সা বা ৮.৭২ শতাংশ বেড়েছে। আর, সর্বশেষ ২৫৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয় শেয়ারটি।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি ৪০০ বার হাত বদলের মাধ্যমে ২৭ হাজার ৪৭টি শেয়ার লেনদেন করে। -যার বাজার মূল্য ৬৮ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে- কোহিনুর কেমিক্যালস লিমিটেড। বুধবার শেয়ারটির দর বেড়েছে ৪০ টাকা ১০ পয়সা বা ৮.৭৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৯৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

তৃতীয় স্থানে রয়েছে- ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ২০ পয়সা  বা ৫.৪৮ শতাংশ বেড়েছে।

দর বাড়ার শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনালী আঁশ, কে অ্যান্ড কিউ, অ্যাপেক্স ফুডস, বিডি থাই ফুড, জেমিনী সী ফুড, শমরিতা হসপিটাল ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top