স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৫০টি কোম্পানির ১ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার ৮৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৭৩ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার টাকা।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। এ মার্কেটে ২১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। ৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে কোম্পানিটি।
এরপর, তৃতীয় স্থানে সাউথবাংলা ব্যাংক লিমিটেড। কোম্পানিটি ব্লক মার্কেটে ৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে।
এ মার্কেটে আরো লেনদেন করেছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৬ কোটি ২৭ লাখ, বেক্সিমকো ফার্মা ৩ কোটি ১০ লাখ, বাংলাদেশ সাবমিরন ক্যাবল ১ কোটি ১০ লাখ টাকা।
লেনদেনে আরো রয়েছে- ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ৮ কোটি ১৮ লাখ, কোহিনুর কেমিক্যাল ১ কোটি ৯ লাখ, ওরিয়ন ইনফিউশন ২ কোটি ৭ লাখ টাকা।