Homeডিএসই/সিএসইচৌদ্দ লাখ শেয়ার বিক্রি করবে খলিলুর রহমান

চৌদ্দ লাখ শেয়ার বিক্রি করবে খলিলুর রহমান

স্টাফ রিপোর্টার: চৌদ্দ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন খলিলুর রহমান। প্রকৌশল খাতের প্রতিষ্ঠান কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেডের অন্যতম উদ্যোক্তা তিনি।

ঢাকা স্টক এক্সেসচেঞ্জ (ডিএসই) থেকে জানা যায়, প্রতিষ্ঠানটির মোট শেয়ার হতে খলিলুর রহমানের মালিকানায় রয়েছে ৩ কোটি ১০ লাখ ৭৯ হাজার ১৯৮টি। তার কাছে সংরক্ষিত মোট শেয়ার থেকে ঘোষণাকৃত ১৪ লাখ ৭৯ হাজার ৯৬১টি শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে (কোম্পানির শেয়ারদরের ভিত্তিতে) বিক্রি করবেন তিনি।

বিক্রয়ের উদ্দেশ্যে ঘোষণাকৃত শেয়ারগুলোর মধ্যে ১০ লাখ পাবলিক মার্কেটের। বাকি ৪ লাখ ৭৯ হাজার ৯৬১টি শেয়ার ব্লক মার্কেটের।

শেয়ার মার্কেটে ২০১৫ সালে তালিকাভুক্ত কেডিএসের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। আর, পরিশোধিত মূলধন ৭১ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির রিজার্ভে রয়েছে ৯৮ কোটি ৮৯ লাখ টাকা।

কেডিএসের মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ১১ লাখ ৮২ হাজার ৩৬১টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৬৪ দশমিক ৬৪ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৮ দশমিক ৭৯ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ২৬ দশমিক ৫৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত