Homeমূল্য সংবেদনশীল তথ্যবিনিয়োগকারীর উদ্দেশ্যে হামিদ ফেব্রিক্সের বার্ষিক প্রতিবেদন প্রকাশ

বিনিয়োগকারীর উদ্দেশ্যে হামিদ ফেব্রিক্সের বার্ষিক প্রতিবেদন প্রকাশ

হোসাইন আকমল: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামিদ ফেব্রিকস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২০২১-২২ হিসেব বছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি সফ্ট কপি আকারে ইতোমধ্যে বিনিযোগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের অধীন নিজ নিজ ই-মেইলে পাঠিয়ে দেয়া হয়েছে।

পাশাপাশি, বার্ষিক প্রতিবেদনটি মাহিন গ্রুপের কোম্পানির বিনিয়োগকারী কেন্দ্রের (investor Center) অধীনে ওয়েব সাইটেও (www.mahingroup.com) পাওয়া যাবে।

হামিদ ফেব্রিক্সের পক্ষ হতে মার্জিন লোন হোল্ডারদের (হামিদ ফেব্রিক্সের রেকর্ড তারিখ অর্থাৎ ২৯ নভেম্বর, ২০২২ পর্যন্ত যারা শেয়ার ধারণ করেছেন) বিষয়ে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলিকে আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে কোম্পানির নিবন্ধিত অফিসে অথবা কোম্পানর নিজস্ব মেইল: info@mahingroup.com-এ  বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানিয়েছেন কোম্পানি সেক্রেটারি এএসএম মিজানুর রহমান।

গত বৃহস্পাতিবার (১৫ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করেছে কোম্পানির কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ২০২১-২২ হিসেব বছরের জন্য হামিদ ফেব্রিক্স ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর রাজধানীর ডিজিটাল প্লাটফর্মে সকাল ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৯ নভেম্বর।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বহস্পাতিবার হামিদ ফেব্রিক্সের শেয়ারের সর্বশেষ দর বা ক্লোজিং প্রাইস ছিল ২২ টাকা ২০ পয়সা। আর, গত ১ বছরে শেয়ারটি সর্বনিম্ন ১৮ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ২৭ টাকা ৭০ পয়সায় ওঠা নামা করেছে।

শেয়ার মার্কেটে ২০১৪ সালে তালিকাভুক্ত হামিদ ফেব্রিক্স লিমিটেডের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। আর, পরিশোধিত মূলধন ৯১ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির রিজার্ভে রয়েছে ১৫৫ কোটি ৭০ লাখ টাকা।

হামিদ ফেব্রিক্সের মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ১০ লাখ ৫৭ হাজার ৩১২টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৫১ দশমিক ৩৮ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ১৭ দশমিক ৭৪ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৩০ দশমিক ৮৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত