স্টাফ রিপোর্টার: এক লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন এস এম আশরাফুল আলম। প্রকৌশল খাতের প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অন্যতম উদ্যোক্তা তিনি।
ঢাকা স্টক এক্সেসচেঞ্জ (ডিএসই) থেকে জানা যায়, প্রতিষ্ঠানটির মোট শেয়ার হতে মাহবুবুল আলমের মালিকানায় রয়েছে ৬ কোটি ৫৯ লাখ ১৬ হাজার ৭৬২টি। তার কাছে সংরক্ষিত মোট শেয়ার থেকে ঘোষণাকৃত ১ লাখ শেয়ার ডিএসইর মূল মার্কেটের মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি করবেন তিনি।
শেয়ার মার্কেটে ২০২০ সালে তালিকাভুক্ত ওয়ালটনের অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা। আর, পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির রিজার্ভে রয়েছে ৯ হাজার ৭৪২ কোটি ৩৩ লাখ টাকা।
ওয়ালটনের মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৯৯ দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে শূন্য দশমিক ৩৭ শতাংশ এবং বিদেশী বিনিয়োগকারীর কাছে শূন্য দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে। বাকি শূন্য দশমিক ৫২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।