Homeকোম্পানি সংবাদনতুন নামে এম এল ডাইং

নতুন নামে এম এল ডাইং

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত এম এল ডাইং লিমিটেডের পর্ষদ সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, এম এল ডাইং লিমিটেডের পরিবর্তে কোম্পানির নতুন নাম হবে এম এল ডাইং এন্ড স্পিনিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে সূত্র জানা যায়, এম এল ডাইংয়ের নাম পরিবর্তনের বিষয়ে শনিবার (১৭ ডিসেম্বর/২০২২) অনুষ্ঠিত গাজীপুর জেলার ভালুকাস্থ তেপান্তর রিসোর্টের অডিটোরিয়ামে কোম্পানিটির এজিএম এবং ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি নেয়া হয়েছে। একইসঙ্গে, কোম্পানির পর্ষদ ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশেরও অনুমোদন নেয়া হয়।

এ বিষয়ে এম এল ডাইং জানায়, রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিতে নতুন নামের জন্য সংঘস্বারক সংশোধন (Amendment of conflict) করবে কোম্পানিটি। পাশাপাশি, পুরাতন নামের জায়গায় নতুন নামে ডকুমেন্ট, লাইসেন্স এবং অন্যান্য তথ্যে পরিবর্তন আনবে এম এল ডাইং।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত