প্রকাশ : ডিসেম্বর ১৯, ২০২২ , ১১:৪৭ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৫৫টি কোম্পানির ২ কোটি ৬৮ লাখ ৯৮ হাজার ৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ১৭২ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো গ্রীণ সুকুকের। এ মার্কেটে ১০০ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে বন্ডটি।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রেনেটা লিমিটেড। ১৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে কোম্পানিটি।
এরপর, তৃতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন। কোম্পানিটি ব্লক মার্কেটে ১১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করে।
এ মার্কেটে আরো লেনদেন করেছে- আলিফ ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৭৩ লাখ, বিএটিবিসি ১ কোটি ৫৬ লাখ, বেক্সিমকো ১ কোটি ৮৪ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ৫ কোটি ১৮ লাখ, বেক্সিমকো ফার্মা ২ কোটি ৬৩ লাখ, ডরিন পাওয়ার ১ কোটি।
লেনদেনে আরো রয়েছে- গ্রামীণফোন ১ কোটি, মুন্নু সিরামিকস ৭ কোটি ৩৬ লাখ, ওরিয়ন ইনফিউশন ১ কোটি ১৭ লাখ, সাউথবাংলা ব্যাংক ৯ কোটি ৫৪ লাখ, ইউনাইটেড পাওয়ার ১ কোটি ৯ লাখ টাকা।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ১৯, ২০২২ , ১১:৪৭ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।