স্টাফ রিপোর্টার: শেয়ারমার্কেটে ৩ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৫৬৩টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তাহমিনা আফরোজ । ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথবাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা তিনি।
ঢাকা স্টক এক্সেসচেঞ্জ (ডিএসই) থেকে জানা যায়, তাহমিনা আফরোজের মালিকানায় প্রতিষ্ঠানটির ৩ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৫৬৩টি শেয়ার রয়েছে।
তার কাছে সংরক্ষিত ওই ব্যাংকের সব শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে (কোম্পানির শেয়ারদরের ভিত্তিতে) বিক্রি করবেন তিনি।