স্টাফ রিপোর্টার: খাদ্য ও আনুষঙ্গিক খাতে শেয়ারমার্কেটে সু-পরিচিত প্রতিষ্ঠান তাওফিকা ফুড্স এন্ড লাভেলোর ১১ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২০ ডিসেম্বর/২০২২) সকাল সাড়ে ১১টায় রাজধানীর ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২০২২ হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
লাভেলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামীমা নার্গিস হকের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হক, পরিচালক মুহসীনিনা তাওফিকা একরাম, মুহসীনিনা সারিকা একরাম, কোম্পানি সচিব এ কে এম জাকারিয়া হোসেন, সিএফও মুশতাক আহমদ এবং ইন্টার্নাল অডিটের প্রধান দিদারুল আলমসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সভ্য ও শেয়ারহোল্ডারগণ।
সভায় ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক পরিচালক মন্ডলীর বিবরণী উপস্থাপন করেন। একইসঙ্গে কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয় ও ভবিষৎ কর্মপরিকল্পনা সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন তিনি।
সভায় ২০২১-২২ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তুলে ধরা হয়। পাশাপাশি, আইপিও থেকে প্রাপ্ত অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রসপেক্টাসে উল্লেখিত প্রস্তাব সংশোধন ও ব্যয়ের সময়সীমা বৃদ্ধি, পর্ষদ কর্তৃক ঘোষিত ১২ শতাংশ নগদ লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়।
শেয়ারমার্কেটে ২০২১ সালে তালিকাভুক্ত লাভেলোর ১১তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১২ শতাংশ নগদ লভ্যাংশ সহ অন্যান্য প্রস্তাব অনুমোদিত হয়। কোম্পানির সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন শেয়ারহোল্ডাররা। একইসঙ্গে তারা বিভিন্ন পরামর্শ প্রদান করেন বার্ষিক সাধারণ সভায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।