স্টাফ রিপোর্টার: প্রকৌশল খাতের কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই/২২-সেপ্টম্বর/২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২১ ডিসেম্বর/২২) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটির ১ম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ২৮ পয়সা। আগের বছর একই সময় যা ১৪ পয়সা ছিল। সেহিসেবে আলোচ্য সময়ে আগের তুলনায় ইপিএস ১৪ পয়সা বেড়েছে।
ইয়াকিন পলিমারের ১ম প্রান্তিকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য বা এনএভিপিএস ৫ টাকা ৮৮পয়সায় দাঁড়িয়েছে।
ডিএসইতে বুধবার কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ২০ পয়সায় শুরু হয়। গত ১ বছরে শেয়ারটির দর সর্বনিম্ন ১০ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ২৮ টাকা ২০ পয়সা পর্যন্ত ওঠা-নামা করেছে।
শেয়ার মার্কেটে ২০১৬ সালে তালিকাভুক্ত ইয়াকিন পলিমারের শেয়ারদর গত ১৪ নভেম্বর/২০২২ থেকে অপরিবর্তিত রয়েছে (শয়ারদরের গত ১ মাসের গ্রাফ বিশ্লেষণ অনুযায়ী)। আগের দিন ১৩ নভেম্বর শেয়ারটির সর্বশেষ দর বা ক্লোজিং প্রাইস ছিল ১৩ টাকা ৪০ পয়সা। ২১ ডিসেম্বর/২০২২, রিপোর্ট লেখা পর্যন্ত দর অপরিবর্তিত রয়েছে।
ইয়াকিন পলিমারের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। আর, পরিশোধিত মূলধনের পরিমাণ ৭৩ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ৮ কোটি ২৯ লাখ টাকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।