স্টাফ রিপোর্টার: ওষুধ ও রসায়ন খাতে দেশেরস্বনামধন্য প্রতিষ্ঠান নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২২ ডিসেম্বর/২০২২) রাজধানীর ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২০২২ হিসাব বছরের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
নাভানা ফার্মার চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন কোম্পনির ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. মোঃ জোনায়দ শফিক।
সভায় আরো উপস্থিত ছিলেন- পরিচালনা পর্ষদের অন্যান্য সভ্য ও শেয়ারহোল্ডারগণ।
বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা সেকেন্ডারি মার্কেটে কোম্পানিকে স্বাগত জানায়। পাশাপাশি, শেয়ার,মার্কেটে তালিকাভুক্তির পরপরই কোম্পানির ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণায় সন্তোষ প্রকাশ করেন তারা। কোম্পানির বিক্রয় রাজস্ব, নিট মুনাফা এবং ইপিএসের টেকসই বৃদ্ধি বজায় রাখায় পর্ষদকে ধন্যবাদ জানান শেয়ারহোল্ডাররা।
নাভানার ৩৬তম এজিএমে বিগত অর্থ বছরে কোম্পানির আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য পূর্ব নির্ধারিত এজেন্ডাসমূহের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে, সভায় শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের সম্মতিক্রমে ১১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের এজেন্ডা অনুমোদিত হয়।
শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশসহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন বার্ষিক সাধারণ সভায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।