সকল মেনু

বোনাস শেয়ারে অনুমোদন দেশ গার্মেন্টসের

স্টাফ রিপোর্টার: পর্ষদ ঘোষিত দেশ গার্মেন্টস লিমিটেডর ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে সোমবার  কোম্পানির শেয়ারপ্রতি দর ছিল ১৪৭ টাকা ৫০ পয়সা।

কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন- ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।

আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর এ কোম্পানি তা বিতরণে নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার অনুমোদন দিয়েছে বিএসইসি।

এর আগে, ১০ শতাংশ লভ্যাংশের পাশাপাশি অন্যান্য এজেন্ডা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়।

বোনাস লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে কোম্পানিটির রেকর্ড ডেট আসছে বছরের ৩ জানুয়ারী ধার্য করা হয়েছে। অর্থাৎ দেশ গার্মেন্টসের শেয়ার ওই দিন যাদের কাছে থাকবে, কেবল তারাই পাবেন বোনাস লভ্যাংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top