সকল মেনু

সোমবার ৩৯ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৪৫টি কোম্পানির ৪০ লাখ ৫৮ হাজার ১১৭টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৩৯ কোটি ৮ লাখ ২৩ হাজার টাকা।

ব্লক মার্কেটে এ দিন সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের। সোমবার ১১ কোটি ৮৬ লাখ ৩৫ হাজার টাকার ১০ লাখ ৬ হাজার ৭৯৯টি শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সী পার্ল হোটেল। ৮ কোটি ৩৫ লাখ ৮১ হাজার টাকার ৪ লাখ ৬৬ হাজার ৫৯৯টি শেয়ার লেনদেন করে কোম্পানিটি।

এরপর, তৃতীয় স্থানে রয়েছে রেনাটা লিমিটেড। কোম্পানিটি ব্লক মার্কেটে ৮ কোটি ৯ লাখ  ৫০ হাজার টাকার ৬৫ হাজার ৭৩৮টি শেয়ার লেনদেন করে।

এ মার্কেটে ১ম, ২য় এবং ৩য় বাদে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- ইন্ট্রাকো সিএনজি ১ কোটি ৩১ লাখ ৮৫ হাজার, এডিএন টেলিকম ১ কোটি ১০ লাখ ৯৪ হাজার, বিএসআরএম লিমিটেড ৯৯ লাখ ৯০ হাজার, রিলায়েন্স ইন্স্যুরেন্স ৭৯ লাখ ৮০ হাজার টাকা।

আরো রয়েছে- সাউথইস্ট ব্যাংক ৬৬ লাখ ৭ হাজার, ট্রাস্ট ব্যাংক ৪৭ লাখ ২০ হাজার, আইএফআইসি ব্যাংক ৪৬ লাখ, ব্র্যাক ব্যাংক ৪৩ লাখ ৭৫ হাজার, সোনালী লাইফ ৪৩ লাখ ৩৩ হাজার, বিএবিটিসি ৪৩ লাখ ১৮ হাজার ও সালভো কেমিক্যালের ৩৮ লাখ ১১ হাজার টাকার  লেনদেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top