স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ সভায় ঠিকানা পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে জাহিনটেক্সের কর্পোরেট হেড অফিস।
ডিএসই সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের কর্পোরেট হেড অফিসের নতুন ঠিকানা- রুম নম্বর: ৮২০, ৮ম তলা, বিএনএস সেন্টার, সেক-০৭, উত্তরা, ঢাকা।
শেয়ারমার্কেটে ২০১১ সালে তালিকাভুক্ত জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ ১২০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৮১ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভ মাইনাস ৭ কোটি ৯০ লাখ টাকায় রয়েছে।
জাহিনটেক্সের মোট শেয়ারসংখ্যা ৮ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৫৪৯টি। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের হাতে রযেছে ৩৬ দশমিক ৯৪ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর রয়েছে ২১ দশমিক ৮৫ শতাংশ শেয়ার। বাকি ৪১ দশমিক ২১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ২৬, ২০২২ , ১০:৫৭ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।