Homeকোম্পানি সংবাদবি ক্যাটাগরিতে ন্যাশনাল টি

বি ক্যাটাগরিতে ন্যাশনাল টি

স্টাফ রিপোর্টার: খাদ্য ও আনুষঙ্গিক খাতের ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড শেয়ার হোল্ডারদের সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নির্দেশনা অনুযায়ী- ১০ শতাংশের নীচে লভ্যাংশ প্রদান করলে ক্যাটাগরিতে অবনমন ঘটবে। সেহিসেবে A থেকে B ক্যাটাগরিতে স্থানান্তরিত হবে কোম্পানিটি।

ডিএসই সূত্রে জানা যায়, ন্যাশনাল টি ৩০ জুন-২০২২, সমাপ্ত হিসেব বছরের জন্য এ লভ্যাংশের ঘোষণা দিয়েছিল।

ডিএসই আরো জানায়, চলতি মাসের ২৯ তারিখ, বৃহস্পতিবার থেকে ন্যাশনাল টি শেয়ার মার্কেটে B ক্যাটাগরিতে লেনদেন করবে।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোনো ঋণ সুবিধা  পাবে না কোম্পানিটি।

উল্লেখ্য, কোম্পানিটি এর আগে ৩০ জুন/২০২১ সমাপ্ত হিসেব বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

শেয়ারমার্কেটে ১৯৭৯ সালে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ ২৫ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৬ কোটি ৬০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪৯ কোটি ২ লাখ টাকা।

কোম্পানির মোট শেয়ারসংখ্যা ৬৬ লাখ। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের হাতে রযেছে ৪৮ দশমিক ৬০ শতাংশ। বাংলাদেশ সরকারের হাতে রয়েছে ৪ দশমিক ৩৩ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর রয়েছে ৮ দশমিক ৯৭ শতাংশ শেয়ার। বাকি ৩৮ দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত