স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৫৭টি কোম্পানির ৭৯ লাখ ৮৪ হাজার ১টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৭৫ কোটি ৩০ লাখ ৬৬ হাজার টাকা।
ব্লক মার্কেটে এ দিন সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। বুধবার ২০ কোটি ১৭ লাখ ১৬ হাজার টাকায় ১ লাখ ৬৫ হাজার ৬০৬টি শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। ১৩ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার টাকায় ৪০ লাখ ১৮ হাজার শেয়ার লেনদেন করে কোম্পানিটি।
এরপর, তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটি ব্লক মার্কেটে ৯ কোটি ১৯ লাখ ৮৮ হাজার টাকায় ২ লাখ ২৬ হাজার ১০টি শেয়ার লেনদেন করে।
এ মার্কেটের ১ম, ২য় এবং ৩য় স্থান ছাড়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৪ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার টাকায় ১ লাখ ২ হাজার ১০০টি, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি ৪ কোটি ৩৭ লাখ ৭৬ হাজার টাকায় ২ লাখ ৮ হাজার ২০২টি, বীকন ফার্মা ৩ কোটি ৪০ লাখ ৩ হাজার টাকায় ১ লাখ ১৮ হাজার ৫০০টি, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড ৩ কোটি ৫ লাখ ১২ হাজার টাকায় ৫০ হাজার ৯০০টি শেয়ার লেনদেন করে।
আবার, ফার্মাএইড ২ কোটি ১৭ লাখ ৪৪ হাজার টাকায় ২৭ হাজার ৫০০টি, আইপিডিসি ফাইন্যান্স ১ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকায় ২ লাখ ৮০০০০ হাজার, গ্রামীণ ফোন ১ কোটি ৩৭ লাখ ১৫ হাজার টাকায় ৫০ হাজার ৩২৩টি,কোহিনুর কেমিক্যাল ১ কোটি ২৩ লাখ ১৫ হাজার টাকায় ৩০ হাজার, ম্যারিকো বাংলাদেশ ১ কোটি ১৬ লাখ ৩৩ হাজার টাকায় ৪ হাজার ৯১৫টি, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড ৭৬ লাখ ৩৮ হাজার টাকায় ৭০ হাজার ৩০৩টি শেয়ার লেনদেন করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।