Homeখাতওয়ারী সংবাদনতুন নামে এস্কয়ার নিট কম্পোজিট, ইস্যু করবে ১০০ কোটি টাকার শেয়ার

নতুন নামে এস্কয়ার নিট কম্পোজিট, ইস্যু করবে ১০০ কোটি টাকার শেয়ার

স্টাফ রিপোর্টার: শেয়ার মার্কেটে তালিকাভুক্ত এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের পর্ষদ সভায় নাম পরিবর্তনসহ প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের পরিবর্তে কোম্পানির নতুন নাম হবে এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে সূত্র জানা যায়, এস্কয়ার নিট কম্পোজিটের অন্যান্য এজেন্ডার সঙ্গে নাম পরিবর্তনসহ প্রেফারেন্স শেয়ার ইস্যুর বিষয়ে ২টি বিশেষ এজেন্ডায় বুধবার (২৫ জানুয়ারী/২০২৩) অনুষ্ঠিতব্য  কোম্পানির ২২তম এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি নেয়া হবে।

ডিএসইর মাধ্যমে এস্কয়ার নিট কম্পোজিট আরো জানায়, রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিতে নতুন নামের জন্য সংঘস্বারক সংশোধন (Amendment of conflict) করবে কোম্পানিটি। পাশাপাশি, পুরাতন নামের জায়গায় নতুন নামে ডকুমেন্ট, লাইসেন্স এবং অন্যান্য তথ্যে পরিবর্তন আনবে এস্কয়ার নিট কম্পোজিট।

আবার, ১০ টাকা অভিহিত মূল্যে ১০ কোটি প্রেফারেন্স বা অগ্রাধিকারমূলক নির্বাচিত শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। এরমধ্যে, প্রকল্প সম্প্রসারণ এবং যন্ত্রপাতি সংগ্রহের জন্য ৬৫ কোটি টাকা  অর্থায়ন করবে এস্কয়ার নিট কম্পোজিট। বাকি ৩৫ কোটি টাকায় উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং আর্থিক খরচ কমানোর অভিপ্রায়ে উচ্চ-সুদ হারের ব্যাংক ঋণ পরিশোধ করবে কোম্পানিটি।

এস্কয়ার নিট কম্পোজিট কোম্পানি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে পুরোপুরি খালাসযোগ্য (Fully redeemable), অ-পরিবর্তনযোগ্য (non-convertible), ক্রমবর্ধমান অগ্রাধিকারমূলক নির্বাচিত (cumulative preference) শেয়ার ইস্যু করবে।

কোম্পানিটি আরো জানায়, আলোচ্য শেয়ারে অর্ধ-বার্ষিকভাবে লভ্যাংশ প্রদান করা হবে। আর, আট বছর মেয়াদী এ শেয়ারগুলো ইস্যুর তারিখ হতে দেড় বছরের (১৮ মাস) মাথায় অর্ধ-বার্ষিকভাবে খালাসযোগ্য (Redemption) হিসেবে বিবেচিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত