প্রকাশ : জানুয়ারি ৫, ২০২৩ , ১১:০৭ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: প্রকৌশল খাতের প্রতিষ্ঠান ইফাদ অটোস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। পাঁচ বছর মেয়াদের এ বন্ড নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফুল্লি রিডিমেবল, ফ্লোটিং রেট এবং সাবঅর্ডিনেটেড।
বুধবার (৫ জানুয়ারী/২০২৩) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৫০তম সভায় ইফাদ অটোসের বন্ডে অনুমোদন দেয়া হয়েছে।
সূত্র অনুযায়ী জানা যায়, ইফাদ অটোসের ইস্যুকৃত বন্ডের কুপন হার ৬ শতাংশ। আর, প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে আর্থিক প্রাতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করবে কোম্পানিটি।
আবার, বন্ডের টাকা দিয়ে ইফাদ অটোসের সহযোগী কোম্পানি ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডে ইক্যুইটি বা সমতার ভিত্তিতে নিজস্ব চলতি মূলধনে বিনিয়োগ করবে কোম্পানিটি।
ইফাদ অটোসের বন্ডে ট্রাস্টি হিসেবে কাজ করছে ইসি সিকিউরিটিজ লিমিটেড। আর, এ্যারেঞ্জার হিসেবে রয়েছে শান্তা ইক্যুইটি ম্যানেজমেন্ট।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত হবে বন্ডটি।
শেয়ার করুন-
প্রকাশ : জানুয়ারি ৫, ২০২৩ , ১১:০৭ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।