স্টাফ রিপোর্টার: সাড়ে সাত লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন কামাল উদ্দিন আহমেদ। এসএমই খাতের প্রতিষ্ঠান নিয়ালকো অ্যালোয়েজ লিমিটেডের অন্যতম উদ্যোক্তা তিনি।
চট্টগ্রাম স্টক এক্সেসচেঞ্জ (সিএসই) সূত্রে জানা যায়, নিয়ালকো অ্যালোয়েজের মোট শেয়ার হতে কামাল উদ্দিনের মালিকানায় রয়েছে ১ কোটি ৬ লাখ ৩৫ হাজার। তার কাছে সংরক্ষিত মোট শেয়ার থেকে ঘোষণাকৃত সাড়ে সাত লাখ শেয়ার ডিএসইর পাবলিক মার্কেটের মাধ্যমে ৪৫ কার্যদিবসের মধ্যে বিক্রি করবেন তিনি।