স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৫৯টি কোম্পানির ১ কোটি ৪২ লাখ ১৯ হাজার ৩৫৪টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৪৮ কোটি ৭২ লাখ ৪৯ হাজার টাকা।
ব্লক মার্কেটে মঙ্গলবার সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের। এ দিন ৭ কোটি ২০ লাখ ৯৭ হাজার টাকায় ৯ লাখ ৫১ হাজার ৫০টি শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাউথবাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড। ৪ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকায় ৪৭ লাখ শেয়ার লেনদেন করে কোম্পানিটি।
এরপর, তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটি ব্লক মার্কেটে ৪ কোটি ৪৮ লাখ ১৫ হাজার টাকায় ১ লাখ ৭১ হাজার ১৭১টি শেয়ার লেনদেন করে।
এ মার্কেটে শীর্ষ লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকম ১ কোটি ২৭ লাখ ২০ হাজার, ব্যাংক এশিয়া ৩ কোটি ৬৪ লাখ, ডমিনেজ স্টিল ২ কোটি ৭৯ লাখ ৬৪ হাজার, ইন্ট্রাকো রি-ফুয়েলিং ১ কোটি ২৬ লাখ ৫ হাজার, আইপিডিসি ফিন্যান্স ৩ কোটি ৯৯ লাখ, লাফার্জ হোলসিম ১ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৫২ লাখ ৫৯ হাজার ও স্কয়ার ফার্মা ৩ কোটি ১ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।