স্টাফ রিপোর্টার: ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেটেডের পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দেয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নির্দেশনা অনুযায়ী- ১০ শতাংশের নীচে লভ্যাংশ প্রদান করলে ক্যাটাগরিতে অবনমন ঘটবে। সেহিসেবে A থেকে B ক্যাটাগরিতে স্থানান্তরিত হবে কোম্পানিটি।
ডিএসই সূত্রে জানা যায়, সিলকো ফার্মা ৩০ জুন-২০২২, সমাপ্ত হিসেব বছরের জন্য এ লভ্যাংশের ঘোষণা দিয়েছিল।
ডিএসই আরো জানায়, চলতি মাসের ১১ তারিখ, বুধবার থেকে কোম্পানিটি শেয়ার মার্কেটে B ক্যাটাগরিতে লেনদেন করবে।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী, ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোনো ঋণ সুবিধা পাবে না কোম্পানিটি।
উল্লেখ্য, কোম্পানিটি এর আগে ৩০ জুন/২০২০ ও ২০২১ সমাপ্ত হিসেব বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে। আর, ২০১৯ হিসেব বছর নগদ ২ ও স্টক ১০ মিলে ১২ শতাংশ লভ্যাংশ প্রদান করে কোম্পানিটি।
শেয়ারমার্কেটে ২০১৯ সালে তালিকাভুক্ত সিলকো ফার্মার অনুমোদিত মূলধনের পরিমাণ ১০৫ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১০৩ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১২৩ কোটি টাকা।
কোম্পানির মোট শেয়ারসংখ্যা ১০ কোটি ৩৮ লাখ ৭ হাজার। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের হাতে রযেছে ৩৯ দশমিক ১২ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর রয়েছে ১১ দশমিক ৪৩ শতাংশ শেয়ার। বাকি ৪৯ দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।