স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের কাছে নগদ ৫ শতাংশ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত হিসেব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বুধবার (১১ জানুয়ারী/২০২৩) এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে ঘোষিত ৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে পাঠিয়েছে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স।
উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর, ২০২১ সমাপ্ত হিসেব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি।