স্টাফ রিপোর্টার: বস্ত্র খাতের প্রতিষ্ঠান জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেটেডের পর্ষদ ৩০ জুন-২০২২ হিসেব বছর শেয়ার হোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দেয়। এতে ক্যাটাগরির পরিবর্তন হবে প্রতিষ্ঠানটির। এর আগে পর পর তিন বছর কোনো লভ্যাংশ না দেয়ায় Z ক্যাটাগরিতে ছিল জেনারেশন নেক্সট।
ডিএসই সূত্রে জানা যায়, জেনারেশন নেক্সট ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ায় Z থেকে B ক্যাটাগরিতে লেনদেন করবে আগামী ১৫ জানুয়ারি।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী, ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোনো ঋণ সুবিধা পাবে না কোম্পানিটি।
উল্লেখ্য, কোম্পানিটি এর আগে ৩০ জুন/২০১৬, ১৭ ও ২০১৮ সমাপ্ত হিসেব বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে। আর, ২০১৪ ও ১৫ হিসেব বছরের জন্য ১৫ শতাংশ করে নগদ লভ্যাংশ প্রদান করে কোম্পানিটি। আবার, ২০১২ ও ১৩ হিসেব বছর ২০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে জেনারেশন নেক্সট।