সকল মেনু

বৃহস্পতিবার দরপতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১২জানুয়ারী/২০২৩) টপটেন লুজার বা দরপতনের শীর্ষ ১০-এর প্রথম স্থানে উঠে আসে ওরিয়ন ইনফিউশন লিমিটড। ডিএসইতে এ দিন লেনদেনে অংশ নেয় ৩৩৬টি প্রতিষ্ঠান। এরমধ্যে দর বেড়েছে ৫২টির। দর কমেছে ১১৩টির। আর, ১৭১টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, দর কমে যাওয়া ১১৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর ৩৪ টাকা ৭০ পয়সা বা ৮.৫৩ শতাংশ বেড়ে বৃহস্পতিবার লুজার তালিকা বা দরপতনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন। এদিন কোম্পানিটি ৭ হাজার ৬২৫ বার হাত বদলের মাধ্যমে ৪ লাখ ৯৩ হাজার ৩৭৬টি শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে ওরিয়ন ইনফিউশন সর্বশেষ ৩৭২ টাকা ২০ পয়সা দরে শেয়ার লেনদেন করে।

বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে । বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৮০ পয়সা বা ৬.১৩ শতাংশ কমে সর্বশেষ ৪২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানিটি ১ হাজার ৬৮৩ বার হাত বদলের মাধ্যমে ১০ লাখ ৯৩ হাজার ৩৭৪টি শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকা।

লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। বুধবার কোম্পানিটির শেয়ারদর ১৪ টাকা ২০ পয়সা বা ৫.৮২ শতাংশ কমে সর্বশেষ ২২৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানিটি ১ হাজার ৬৯২ বার হাত বদলের মাধ্যমে ১ লাখ ২৭ হাজার ১৫৭টি শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য ২ কোটি ৯৮ লাখ ৩০ হাজার টাকা।

এ তালিকার শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- কোহিনুর কেমিক্যাল, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, জেমিনি সী ফুড, আমরা টেকনোলজি, মুন্নু সিরামিক, সামিট অ্যালায়েন্স পোর্ট ও লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top