স্টাফ রিপোর্টার: শেয়ারমার্কেটে অতালিকাভুক্ত বে মেয়াদি (ওপেন অ্যান্ড) আইডিএলসি ইনকাম ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ৩.৯০ শতাংশ অন্তর্বতীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি/২০২৩) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
৩১ ডিসেম্বর, ২০২২ হিসেব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে বলে জানায় ফান্ড-ম্যানেজার। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি ০.৩৯ টাকা আয় হয়েছে। আর, ইউনিটপ্রতি সম্পদ মূল্য বা মার্কেট ভ্যালু ১০.৭০ টাকায় দাঁড়িয়েছে।