সকল মেনু

মঙ্গলবার এজিএম আনোয়ার গ্যালভানাজিংয়ের

স্টাফ রিপোর্টার:  প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের পর্ষদ ঘোষিত লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে মঙ্গলবার (১৭ জানুয়ারি/২০২৩) বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। লভ্যাংশের পাশিাপাশি, অন্যান্য এজেন্ডার অনুমোদন নেয়া হবে বার্ষিক সাধারণ সভায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে আনোয়ার গ্যালভানাইজিংয়ের এজিএম সংক্রান্ত তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, রাজধানীর ডিজিটাল প্লাটফর্মে ওই দিন সকাল সাড়ে ১১টায় এ কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে।

এর মধ্যে জাহিন স্পিনিংয়ের এজিএম অনুষ্ঠিত হবে সোমবার সকাল ৯টায়। চলতি বছরের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি কোনও লভ্যাংশ দেবে না।

পুঁজিবাজারে ১৯৯৬ সালে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডে ৩০ জুন-২০২২ সমাপ্ত হিসেব বছর শেয়ারহোল্ডারদের জন্য নগদ ২০ ও স্টক ৮০ মিলে ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top