সকল মেনু

ব্লক মার্কেটে বুধবার ১১৫ কোটি টাকার লেনদেন

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ৭৮টি প্রতিষ্ঠানের ৬১ লাখ ৫৯ হাজার ৭৬টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ১১৫ কোটি ৮৬ লাখ ৬ হাজার টাকা।

ব্লক মার্কেটে বুধবার সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। এ দিন ৪৭ কোটি ৪৯ লাখ ৫৪ হাজার টাকায় ৪৫ লাখ ৬০ হাজার ৫০৬টি শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড। ১৬ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকায় ৪৬ লাখ ৯০ হাজার শেয়ার লেনদেন করে কোম্পানিটি।

এরপর, তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফর্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটি ব্লক মার্কেটে ৭ কোটি ২৯ লাখ  ১১ হাজার টাকায় ৩ লাখ ৬২ হাজার ৫৪৫টি শেয়ার লেনদেন করে।

এ মার্কেটে শীর্ষ লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিএটিবিসি ২ কোটি ৪১ লাখ ৫২ হাজার, বিকন ফার্মা ৫ কোটি ৮২ লাখ ৩০ হাজার, এইচ.আর টেক্সটাইল ৫ কোটি ৯ লাখ ১২ হাজার, গ্রামীণফোন ৩ কোটি ২৫ লাখ ৪৪ হাজার, এডিএন টেলিকম ৩ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

আবার, রেনেটা ২ কোটি ৭০ লাখ ৮৩ হাজার, মেট্রো স্পিনিং ১ কোটি ৪৭ লাখ, ই-জেনারেশন ১ কোটি ৩২ লাখ ৯৪ হাজার, আইপিডিসি ফিন্যান্স ১ কোটি ২০ লাখ ৭৪ হাজার, ফাইন ফুডস ১ কোটি ১৫ লাখ ৩৫ হাজার, মেঘনা লাইফ ১ কোটি ৯ লাখ ৬৪ হাজার, জিএসপি ফিন্যান্স ১ কোটি ৩ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে ব্লক মার্কেটে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top