সকল মেনু

লভ্যাংশ নির্ধারণী সভা ৬ প্রতিষ্ঠানের

স্টাফ রিপোর্টার: শেয়ারমার্কেটে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬টি প্রতিষ্ঠান পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করেছে। আগামী ২২ থেকে ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে এসব প্রতিষ্ঠানের সভা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বুধবার (১৮ জানুয়ারি/২০২৩) এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, পর্ষদ সভা আহ্বানকারী ৬ প্রতিষ্ঠানের মধ্যে-

বস্ত্র খাতের  সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায়। সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর-২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে কোম্পনিটি শেয়ার প্রতি ২৪ পয়সালোকসান করেছিল।

তথ্যপ্রযুক্তি খাতের  ইনটেক লিমিটেডের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি বিকাল ৫টায়। সভায় কোম্পানির ৩০ জুন-২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সেবা ও আবাসন খাতের  কোম্পানি ইস্টার্ণ হাউজিং লিমিটেডের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায়। সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর-২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

কোম্পনিটি আগের প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৪ পয়সা।

প্রকৌশল খাতের  কোম্পানি কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি বিকাল সোয়া ৩টায়। সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর-২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

কোম্পানিটি আগের বছর ৬০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল শেয়ারহোল্ডারদের।

সিরামিক খাতের  কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি বিকাল ৫টায়। সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর-২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

কোম্পানিটি আগের বছর সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল শেয়ারহোল্ডারদের।

ভ্রমণ ও অবকাশ খাতের  কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের সভা অনুষ্ঠিত হবে আগামী ২২ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায়। সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর-২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

কোম্পানিটি আগের প্রান্তিকে শেয়ার প্রতি ৩৩ পয়সা লোকসান করেছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top