সকল মেনু

মেঘনা ব্যাংকে নতুন ভাইস চেয়ারম্যান ও ইসি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার: বিশিষ্ট নারী শিল্পোদ্যোক্তা ইমরানা জামান চৌধুরী মেঘনা ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ব্যাংকটির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মোহাম্মদ মামুন সালাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমরানা জামান চৌধুরী বর্তমানে নাভানা ফার্মাসিউটিক্যালস ও লাইট হাউস নেভিগেশনের পরিচালক। তিনি ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।

মোহাম্মদ মামুন সালাম মেঘনা ব্যাংকের স্পন্সর ডিরেক্টর এবং ব্যাংকের বোর্ডে সেলিম অ্যান্ড ব্রাদার্সের প্রতিনিধিত্ব করছেন। তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটিরও সদস্য।

তিনি সেলিম অ্যান্ড ব্রাদার্স, সালাম অ্যাপারেল, ফ্যাশন ক্রাফট, রিলায়েন্স অ্যাপারেলসহ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের পদে রয়েছেন।

এ ছাড়া মোহাম্মদ মামুন সালাম বেঙ্গল সিনথেটিক ফাইবারসের এক্সিকিউটিভ ডিরেক্টর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top