সকল মেনু

মিডল্যান্ড ব্যাংকের আইপিও আবেদন ১৬ থেকে ২৩ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের চতুর্থ জেনারেশনের বেসরকারি মিডল্যান্ড ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ব্যাংকটির আইপিও আবেদন চলবে। বিশেষ সূত্রে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।

মিডল্যান্ড ব্যাংক ৭ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা মূলধন তোলার অনুমোদন দেয়া হয়েছে। ব্যাংকটির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।

মিডল্যান্ড ব্যাংক পুঁজিবাজারের মাধ্যমে সংগ্রহ করা টাকা সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত শেয়ারে বিনিয়োগ করবে। পাশাপাশি আইপিওর খরচ মেটাবে।

মিডল্যান্ড ব্যাংকে তাদের কার্যক্রম শুরু করে ২০১৩ সালের ৩ মার্চ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ্জামান ও চেয়ারম্যান মিসেস নিলুফার জাফর উল্লাহ।

২০১৮ সালে ব্যাংকটি ৬৫ কোটি ৩ লাখ টাকা মুনাফা করে। পরের বছর তাদের মুনাফা হয় ৫৫ কোটি ৭৪ লাখ টাকা। আর ৬৫ কোটি ৬৪ লাখ টাকা মুনাফা করে ২০২০ সালে।

২০২১ সালের ৩১ ডিসেম্বরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ৬ হাজার ৯০১ কোটি ৮৯ লাখ টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে ৬ হাজার ১৬১ কোটি ৪৭ লাখ টাকার দায় এবং ৭৪০ কোটি ৪৩ লাখ টাকার মূলধন আছে।

২০২১ সালের ৩১ ডিসেম্বরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী তাদের শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৩ টাকা, মুনাফা ৯০ পয়সা আর নগদ অর্থপ্রবাহ ২ টাকা ৫২ পয়সা।

মিডল্যান্ড ব্যাংকের ইস্যু ব্যবস্থাপনায় রয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড। বিএসইসি মিডল্যান্ড ব্যাংকের প্রতি পরিচালককে ২ শতাংশ শেয়ার ধারণের শর্ত দিয়েছে। পাশাপাশি উদ্যোক্তা পরিচালকদের সম্মিলতিভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের শর্ত দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top