Homeখাতওয়ারী সংবাদকে অ্যান্ড কিউয়ের লিভ টু আপিলে সুপ্রিম কোর্টের অনুমোদন

কে অ্যান্ড কিউয়ের লিভ টু আপিলে সুপ্রিম কোর্টের অনুমোদন

স্টাফ রিপোর্টার: শেয়ারমার্কেটে প্রকৌশল খাতে  তালিকাভুক্ত কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড কোম্পানিটি মাল্টিসোর্সিং লিমিটেডকে একীভূতকরণ ইস্যুতে লিভ টু আপিলের অনুমতি পেয়েছে। এ বিষেয়ে কোম্পানির সিভিল পিটিশন মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএস) মাধ্যমে রোববার (২২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

ডিএসতে প্রকাশিত তথ্যানুসারে, ২০১৮ সালের ১০ জুন মাল্টিমোড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মাল্টিসোর্সিংকে একীভূতকরণের সিদ্ধান্ত নেয় কে অ্যান্ড কিউয়ের পর্ষদ। এরপর আদালতে আবেদন করা হলে একই বছরের ১২ আগস্ট একীভূতকরণ প্রক্রিয়া শুরু করার অনুমোদন দেন হাইকোর্ট।

একই সময়ে  একীভূতকরণ প্রস্তাবে ঋণদাতা ও শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়ারও নির্দেশনা দেয়া হয় উচ্চ আদালতের পক্ষ থেকে। ঋণদাতা ও শেয়ারহোল্ডারদের অনুমোদন বিষয়ে আদালতে উপস্থাপনের পর ২০১৯ সালের ১১ মার্চ একীভূতকরণ স্কিম অনুমোদন করে রায় দেন হাইকোর্ট বিভাগ।

আর, একীভূতকরণ স্কিম অনুসারে মাল্টিসোর্সিংয়ের ১০০ টাকা ফেসভ্যালুর একটি শেয়ারের বিপরীতে কে অ্যান্ড কিউর ১০ টাকা ফেসভ্যালুর ২ দশমিক শূন্য ৮টি শেয়ার ইস্যু করা যাবে।

পরবর্তীতে, কে অ্যান্ড কিউয়ের একীভূতকরণ ইস্যুতে হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে  বিএসইসি।

আপিলে কোম্পানির প্রতিকূলে রায় আসায় তা পুনর্বিবেচনার জন্য লিভ টু আপিলের আবেদন করেছিল কে অ্যান্ড কিউ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত