স্টাফ রিপোর্টার: শক্তি ও জ্বালানী খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ৪৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার (২৮ জানুয়ারী/২০২৩) রাজধানীর ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২০২২ হিসেব বছরের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন করা হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান (সচিব) ও জেওসিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ বি এম আজাদের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আনচারী, পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, পরিচালক (বিপণন) অনুপম বড়ুয়া।
সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক শংকর প্রসাদ দেব, মো. সামসুদ্দোহা, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়) উপসচিব এ কে এম মিজানুর রহমান, শাকিল আহমেদ, শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, শেয়ারহোল্ডার পরিচালক অনিকা চৌধুরী, কোম্পানি সচিব মো. মাসুদুল ইসলামসহ শেয়ারহোল্ডারগণ।
বার্ষিক সাধারণ সভায় পর্ষদ কর্তৃক উত্থাপিত লভ্যাংশ ঘোষণার এজেন্ডার পাশাপাশি বিগত অর্থ বছরে কোম্পানির আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। একইসঙ্গে, সভায় নিরীক্ষক ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনসহ অন্যান্য এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়।
কোম্পানির ৪৭তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের সম্মতিক্রমে গত বছরের ১০ নভেম্বর ঘোষিত ১২০ শতাংশ নগদ লভ্যাংশসহ আলোচিত সব এজেন্ডা অনুমোদিত হয়।
যমুনা অয়েল ২০২১-২০২২ হিসাব বছরে ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ায় পর্ষদকে ধন্যবাদ জানান শেয়ারহোল্ডাররা। সেইসঙ্গে, এর ধারাবাহিকতা ধরে রাখারও আহ্বান জানান তারা।
শেয়ার মার্কেটে ২০০৭ সালে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়ামের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। আর, পরিশোধিত মূলধনের পরিমাণ ১১০ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ১ হাজার ৭৪০ কোটি ৭১ লাখ টাকা।
কোম্পানির মোট শেয়ারসংখ্যা ১১ কোটি ৪ লাখ ৪০ হাজার ৬০০টি। এরমধ্যে বাংলাদেশ সরকারের হাতে রয়েছে ৬০ দশমিক শূন্য ৮ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর রয়েছে ২৮ দশমিক ৩৭ শতাংশ শেয়ার। বিদেশি বিনিয়োগকারীর রয়েছে শূন্য দশমিক ২৭ শতাংশ। বাকি ২ দশমিক ৯০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।