স্টাফ রিপোর্টার: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ২০০ কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সর্বশেষ কমিশন সভায় কোম্পানিটিকে উদ্যোক্তা-পরিচালকদের নামে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়া হয়।
এ বিষয়ে বিএসইসি সূত্রে জানা যায়, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তারা আইপিওর টাকায় পুঁজিবাজারে তালিকাভুক্ত আরেক কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইলের ঋণ পরিশোধ করবে। ২০১৭ সাল থেকে উৎপাদন বন্ধ সিঅ্যান্ডএ টেক্সটাইলের। কোম্পানিটিকে (সিঅ্যান্ডএ টেক্সটাইল) পুনরুজ্জীবিত করতে আলিফ ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তারা শেয়ার ইস্যুর এ সিদ্ধান্ত নেয়।
বিএসইসির তথ্য অনুযায়ী, কোম্পানটির বর্তমান শেয়ার মূল্য ৪৩ টাকা ৪০ পয়সা। এই শেয়ার থেকে ৪০ শতাংশ ছাড়ে উদ্যোক্তারা ২২ টাকা দরে নতুন শেয়ার ইস্যু করে বাজার থেকে ২০০ কোটি টাকা উত্তোলন করবে। শেয়ারের এ মূল্য নির্ধারণ করা হয়েছে- গত ছয় মাসের ওয়েটেড এভারেজের ভিত্তিতে।
বিএসইসি এর আগে একই ইস্যুতে আলিফ ইন্ডাস্ট্রিজকে রূপান্তরযোগ্য বন্ড ছেড়ে বাজার থেকে ৩০০ কোটি টাকা উত্তোলনের অনুমতি দেয়। তবে, এখনো হয়নি ওই বন্ডের সাবস্ক্রিপশন। এ অবস্থায় কোম্পানিটিকে আবারো বিশেষ সুবিধা দিলো বিএসইসি।
উল্লেখ্য, ২৩৯ কোটি ৩১ লাখ টাকা পরিশোধিত মূলধনী কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইলকে অধিগ্রহণের অনুমোদন পায় আলিফ ইন্ডাস্ট্রিজ। বর্তমানে আলিফ ইন্ডাস্ট্রিজের সঙ্গে একীভূতকরণের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৯৫ সালে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান আলিফ ইন্ডাস্ট্রিজের পূর্ব নাম সজিব নিটওয়্যার অ্যান্ড গার্মেন্টস লিমিটেড। ভালো পারফমেন্স করতে না পারায় ২০১৭ সাল পর্যন্ত ওভার দ্যা কাউন্টার মার্কেটে ছিল প্রতিষ্ঠানটি। একই বছর আবারো মূল মার্কেটে আসে আলিফ ইন্ডাস্ট্রিজ।
সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে কোম্পানিটির মুনাফা হয়েছে ৬ কোটি ৮৬ লাখ টাকা। এ মুনাফা থেকে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অর্থাৎ, শেয়ার প্রতি ১ টাকা ২০ পয়সা করে মুনাফা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।