সকল মেনু

৯৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের

স্টাফ রিপোর্টার: টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৯৫ শতাংশ নগদ লভ্যাংশ (চূড়ান্ত) ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা দেয়। এতে আলোচ্য সময়ে কোম্পানির ঘোষিত নগদ লভ্যাংশের পরিমাণ  সর্বমোট ২২০ শতাংশে দাঁড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস হয়েছে ২২.২৯ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২৫.২৮ টাকা। গেলো বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস ৩৪.২২ টাকায় দাঁড়িয়েছে।

পুজিবাজারে ২০০৯ সালে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেড ঘোষিত লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২ মে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। আর, লভ্যাংশ বিতরণে কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top