স্টাফ রিপোর্টার: আগের বছরের ন্যায় এবারেও নগদের চেয়ে বেশি বোনাস শেয়ার ঘোষণা করেছে এসএস স্টিলের পরিচালনা পর্ষদ। যেকারণে, জরিমানা হিসেবে বোনাস শেয়ারের ওপর ১০ শতাংশ হারে ২ কোটি ৬২ লাখ টাকার বেশি কর প্রদান করতে হবে কোম্পানিটিকে।
আয়কর পরিপত্র (২০১৯-২০ অর্থবছরের) অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে অন্তত বোনাস লভ্যাংশের সমপরিমাণ নগদ লভ্যাংশ দিতে হবে। আর, বোনাসের পরিমাণ নগদের চেয়ে বেশি হলে ১০ শতাংশ হারে করারোপ করা হবে ওই কোম্পানির পুরো বোনাস শেয়ারের ওপর।
পুঁজিবাজারে ২০১৯ সালে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এসএস স্টিল ২০২১-২২ অর্থবছরের জন্য মঙ্গলবারের (৩১ জানুয়ারি) পর্ষদ সভায় সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ ও সবাইকে ৮ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ, ২ শতাংশ হিসেবে ৪ কোটি ৪৮ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি। আর, ৮ শতাংশ হিসেবে বোনাস শেয়ার দেবে ২৬ কোটি ২৯ লাখ ৬ হাজার ৫৬০ টাকার।
আয়কর পরিপত্র না মেনে নগদ অপেক্ষা বোনাস লভ্যাংশ বেশি দেয়ার সিদ্ধান্তে ৮ শতাংশ বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে ২ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৬৫৬ টাকা পরিমাণের কর (অতিরিক্ত) প্রদান করতে হবে এসএস স্টিলকে।
এদিকে, ব্যবসা সম্প্রসারণে অর্থের প্রয়োজন হওয়ায় মুনাফা রেখে দিয়ে বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ।