সকল মেনু

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৪ কোম্পানি

স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের কাছে নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪টি কোম্পানি। ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসেব বছরের জন্য লভ্যাংশ পাঠানো এ ৪ কোম্পানির মধ্যে রয়েছে- ইজেনারেশন, আরামিট লিমিটেড, সালভো কেমিক্যাল ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি/২০২৩) এ তথ্য জানা গেছে।

এর মধ্যে ইজেনারেশন, সালভো কেমিক্যাল ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন আলোচ্য সময়ে ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। আর, আরামিট লিমিটেড ঘোষণা করেছিল ৫০ শতাংশ নগদ লভ্যাংশ।

ঘোষিত লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে কোম্পানি ৪টি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top