স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে ঘোষিত বোনাস শেয়ার পাঠিয়েছে এইচ আর টেক্সটাইল লিমিটেড।
সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি/২০২৩) এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসেব বছরের ঘোষিত স্টক লভ্যাংশ আজ ৯ ফেব্রুয়ারি শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।
পুঁজিবাজারে ১৯৯৭ সালে তালিকাভুক্ত এ প্রতিষ্ঠান আলোচ্য সময়ে স্টক ১০ ও নগদ ৫ মিলে ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।