স্টাফ রিপোর্টার: খাদ্য ও আনুসঙ্গিক খাতের বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ নগদ (চূড়ান্ত) লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি বুধবারের (৮ ফেব্রুয়ারি/২০২৩) পর্ষদ সভায় এ লভ্যাংশের ঘোষণা দেয়।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে।
ডিএসইর মাধ্যমে বিএটিবিসি আারো জানায়, কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের ৭৭ অনুচ্ছেদের সংশোধনের পরিপ্রেক্ষিতে, বিএসইসি কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী প্র্রতিষ্ঠানটির পরিচালকদের সংখ্যা বাড়ানোর জন্য একইদিনে একটি অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) আয়োজন করবে কোম্পানিটি।
পুঁজিবাজারে ১৯৭৭ সালে তালিকাভুক্ত এ প্রতিষ্ঠান রাজধানীর ডিজিটাল প্লাটফর্মে সকাল সাড়ে ১০টায় ইজিএম ও ১১টায় এজিএম আহ্বান করে। আর, শেয়ারহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ২ মার্চ।
কোম্পানিটির সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস হয়েছে ৩৩ টাকা ১০ পয়সা। -যা আগের বছর একই সময়ে ২৭ টাকা ৭২ পয়সা ছিল।
বিএটিবিসির গত বছরের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস ৭৬ টাকা ২৭ পয়সায় দাঁড়িয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি এর আগে (৩১ অক্টোবর-২০২২) ১০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল। ইতোমধ্যে এ লভ্যাংশ পরিশোধ করেছে বলে জানায় বিএটিবিসি।